গুজব রোধে সোচ্চার হচ্ছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি

১ জানুয়ারি, ২০২১ ১৪:৪০  
অধ্যাপক হোসেন মনসুরকে চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে সদস্য সচিব করে ৭২ সদস্যবিশিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটির অনুমোদন দেয়ার পর শুক্রবার ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, গুজব প্রতিরোধে ‘জয় বাংলা’ অ্যাপসের মাধ্যমে ২৪ ঘণ্টা তৎপর থেকে ১৬ কোটি মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেয়ার কাজ করবে বলে জানিয়েছেন উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। এছাড়া দেশব্যাপী তৃণমূল পর্যায়ে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতাকর্মীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের মাস্টার ট্রেইনার হিসেবে প্রস্তুত করা হবে বলেও জানিয়েছেন তিনি।